চৌদ্দগ্রামে জামায়াত নেতা তাহের বাড়িতে হামলা, প্রতিবাদে বিক্ষোভ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ মে ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের বাড়িতে শুক্রবার রাত ০৯ ঘটিকার সময় সরকার দলীয় কতিপয় স্থানীয় সন্ত্রাসীরা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে কুমিল্লায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পেশ করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের নেতারা বলেন সম্পূর্ণ বিনা উস্কানিতে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভার আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ। এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, ‘জামায়াতের সাবেক সাংসদের বাড়িতে হামলা-ভাংচুরের কোন সংবাদ আমার কাছে নেই। কেউ অভিযোগও করেনি। তবে সংঘর্ষ এড়াতে বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।