চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৩ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারাদেশের ন্যায় গত রবিবার (১৩ই জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকা কেন্দ্রে (৫-১৯ জুন) ২০২১ কুমিল্লা চৌদ্দগ্রাম জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডাঃ শিব্বির আহমেদ ওসমানি, বিশেষ ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঞ্জুরুল হক, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান এ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবদুল জলিল রিপন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, পরিসংখ্যানবিদ হাবিবুর রহমান, মেডিকেল টেকনোলোষ্টিজ (ইপিআই) আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য ৫ জুন থেকে ১৯ জুন উপজেলা একটি পৌরসভা ও তের ইউনিয়নের ৩৩৭টি (অস্থায়ী ৩৩৬ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী-১) কেন্দ্রে সাড়ে ৯৮ হাজার (৬-১১ মাস বয়সী ১২ হাজার ও ১২-৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬শ) শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।