চৌদ্দগ্রামে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ জানুয়ারী, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রশাসনের অনুমতি ছাড়া ফসলি জমির টপ সয়েল বিক্রি করার দায়ে চৌদ্দগ্রামে ভ্রাম্যমাণ আদালত আবদুল মান্নান নামে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। তথ্যটি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তমালিকা পাল।
তিনি জানান, প্রশাসনের কোন প্রকার পূর্ব অনুমতি ছাড়া আবদুল মান্নান নামে এক ব্যক্তি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী শালুকিয়া গ্রামের একটি ফসলি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রি করে দেয়।
পরবর্তীতে ইটভাটার মালিকরা ভেকু দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে তিনি অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জমির মালিককে আটক করে। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত আবদুল মান্নান ওই এলাকার সিরাজুল ইসলাম প্রকাশ সিরদী মিয়ার ছেলে।