চৌদ্দগ্রামে কৃষকলীগের উদ্যোগে ধান বীজ বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মো: আব্দুল মান্নান, ৩০ নভেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির প্রণোদনায় চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের ব্যবস্থাপনায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারে স্থানীয় সংসদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষকলীগের সভাপতি নির্মল পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দীন সর্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান হিরু, কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুজিবুর রহমান মিয়াজী, কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণ কুমার পাল. উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর আ’লীগের সহ-সভাপতি ইদ্রীস মিয়াজী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হক মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর কৃষকলীগের সহ-সভাপতি শাহাব উদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌরসভা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পৌর আ’লীগ নেতা আব্দুল হক, খোরশেদ আলম সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।