চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদেরকে আর্থিক সহায়তা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ অক্টোবর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রবাসীদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনের জন্য কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ২৫০ গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ ২৫ লাখ টাকা বিতরণ করেছে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ। এ উপলক্ষে সোমবার চৌদ্দগ্রাম বাজারস্থ কাজী রাজ্জাক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা কাজী মোঃ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মেহেদী হাসান। সাংবাদিক এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সাইফুল ইসলাম সোহেল, কামাল উদ্দিন পাটোয়ারী, কাজী স্বপন, মোঃ শাহজালাল, মোঃ শাহজাহান, কাজী মাসুম, নুরুল আলম সুমন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসাইন, পরিচালক মো: জসিম উদ্দিন (হাসান), পাঁচরা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুরাদ পাটোয়ারী, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন নয়ন, যুবনেতা ইঞ্জিনিয়ার আবু মুসা।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন রামরায় কাজী বাড়ি মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইমদাদুল হক। গরীব ও অসহায় পরিবারের সদস্যরা কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে নগদ অর্থ পেয়ে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।