চৌদ্দগ্রামে উজিরপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে কৃষকলীগ নেতারা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ৩০ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে শ্রমিক সংকটে ভুগছে কৃষক। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দারের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের অসহায় কৃষক আলকাছ মিয়ার ৪০ শতক জায়গায় করা পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে কৃষকলীগ নেতারা।
ধান কাটায় অংশ গ্রহণ করেন কুমিল্লা জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল পাল, সিনিয়র সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী হিরু, উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া নাছির উদ্দিনসহ জেলা ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ধান কাটা শেষে সকলে মিলে কৃষকের বাড়িতে পৌঁছে দেয় কাটা ধান। এ সময় কৃষক আলকাছ মিয়া কৃষক লীগের নেতৃবৃন্দের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে,
বৃহস্পতিবার ছাত্রলীগের একটি টিম পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা মৌজায় কৃষক নয়ন মিয়ার ১৮ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা চৌদ্দগ্রাম সরকারি কলেজের দ্বীন ইসলাম রাজু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাদিম ভূঁইয়া, চৌদ্দগ্রাম পৌরসভার রিয়াদ হোসেন, হাসিব চৌধুরী, মাহবুব চৌধুরী রাহিম, হৃদয় চৌধুরী, রাহিম খান, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আব্দুল্লাহ আল মনসুর, তেজগাঁও কলেজের শাওন খান রিয়াদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবু নাসার মোল্লা, ঢাকা কলেজের পিয়াস মজুমদার, বাতিসা ইউনিয়নের মোঃ জাহিদ, জামাল মজুমদার। করোনা মহামারীতে শ্রমিক সঙ্কটের সময় কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন কৃষক নয়ন মিয়া।