চৌদ্দগ্রামে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী লিটন গ্রেপ্তার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১০ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাব-৭ এর টিম অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী আবুল কাশেম লিটনকে গ্রেপ্তার করেছে। লিটন উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার হাতে থাকা দুইটি বস্তা তল্লাশী চালিয়ে একটি শুটারগান, ৭৯ বোতল বিয়ারক্যান ও ১৮ বোতল বিদেশী মদ পাওয়া যায়। রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অফিসার কামাল হোসেন ভুঁইয়া।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া বাজারে পদুয়া-গুণবতী সড়কে অভিযান চালায়। অভিযানকালে সন্ত্রাসী আবুল কাশেম লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা দুই বস্তা তল্লাশী চালিয়ে একটি শুটারগান, ৭৯ বোতল বিয়ারক্যান ও ১৮ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়। রোববার চৌদ্দগ্রাম থানায় আবুল কাশেম লিটনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।