চৌদ্দগ্রামের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ : মুজিবুল হক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৯ ডিসেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব বলেন গত দশদিন সমস্ত ঘুরে ঘুরে দেখলাম চৌদ্দগ্রামে শুধু নৌকার জোয়ার। মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। জনগণ অধীর আগ্রহে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অপেক্ষা করছে। গোটা চৌদ্দগ্রামের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। আমার নেত্রী এবার ছাড়াও আরো ৭ বার আমাকে নমিনেশন দিয়েছেন। চারবার আমি পাশ করেছি। ৩ বার সাবেক প্রধান মন্ত্রী কাজী জাফর সাহেব যিনি এখন বেঁচে নেই, তাহের সাহেব সাহেব যিনি এখনো বেঁচে আছেন এবং আল্লাহ আরো বাঁচিয়ে রাখুন-আমার কাছে ফেল করেছেন। কাজী জাফর সাহেব, তাহের সাহেব তাঁদের দলের বড় নেতা কিন্তু এখন যারা আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে আমাকে গালিগালাজ করছে তারাকি তাঁদের চেয়েও বড় হয়ে গেছেন। আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। এ চৌদ্দগ্রামের মানুষ ভালো, তাঁরা বুদ্ধি বিবেক খাটিয়ে আগামী ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এবং যাঁরা দলের সাথে বিশ্বাস ঘাতকতা করছে তাদের বিচার করবেন।

তিনি আরো বলেন, কিছু লোক আওয়ামীলীগ করে টিকেট না পেয়ে নৌকার বিরুদ্ধে চলে গেলেন, অন্য মার্কার ভোট করছেন তাদের আদর্শ ঠিক আছে কিনা আপনাদের কাছে বিচার দিলাম। দুইজন নেতা, একজন তমিজ উদ্দিন সেলিম আরেকজন জসীম উদ্দিন দলের মনোনয়ন চেয়েছেন। না পেয়ে বললেন আমরা নেত্রীর কাছে টিকেট চেয়েছি দিলে ভোট করতাম। যেহেতু নেত্রী দেননি, মুজিব ভাইকে দিয়েছেন তাঁর পক্ষে আছি, তার জন্য কাজ করবো। এরা দলের পরীক্ষিত কর্মী এটাই পরীক্ষিত কমীর কাজ। যারা আওয়ামীলীগ করে নৌকার বাইরে চলে গেছেন প্রতি অনুরোধ, যদি সত্যিকারে বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করেন, জননেত্রী শেখ হাসিনাকে যদি মানেন, নৌকার প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে সব ছেড়েদিয়ে নৌকায় উঠে যান। গতকাল বৃহস্পতিবার (২৮/১২/২৩ইং) বিকেলে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের মিঞাবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল কাশেম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য আবু তাহের, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এম তমিজ উদ্দিন সেলিম, উপজেলা আওয়ামী সহ-সভাপতি আব্দুল বারিক, ইসহাক খান, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, সুপ্রীম কোর্টের আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শৈলপতি চৌধুরী নন্দন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমদ রঞ্জন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাছুম, উজিরপুর ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার, মিঞা বাজার ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামজেদ আলম, ছাত্রলীগের রশিদ, তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মহসিন আলম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ, মিয়া মোঃ জহির, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা মহিলা আওয়ামী নেত্রী ফয়েজুন্নেছা আমিন, হাজেরা আক্তার ববি, তাহমিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মেম্বার, আকতার হোসেন মেম্বার, মাষ্টার শহিদুল ইসলাম, শাহ আলম মেম্বার, আবুল হোসেন, সিরাজুল ইসলাম সরদার, হুমায়ূন কবির, শহিদুল আলম রতন, আবু তাহের মুন্সী, কামাল হোসেন, মীর নিজাম উদ্দিন, মনির ইসলাম, আবুল হোসেন, রিংকু, মতিউর রহমান জালাল, আবদুল জলিল, আবুল কালাম আজাদ, মাহবুবুল হক, আহসান হাবীব, শাহাদাত হোসেন, জিহাদ হোসেন, সাইফুল ইসলাম, ফিরোজ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *