চৌদ্দগ্রামের তারাশাইল বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল বাজারে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের কুমিল্লা জোন প্রধান ও এভিপি মোঃ মাহবুব এ আলম।
ব্যাংকের চৌদ্দগ্রাম শাখা প্রধান ও সিনিয়র এসিষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবের সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমেদ মজুমদার, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালি উল্লাহ, ব্যাংকের কুমিল্লা শাখার কর্মকর্তা শাহ আলম মজুমদার, তারাশাইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক একরামুল হক দুলাল, বিশিষ্ট সমাজসেবক হাজী মোস্তফা, আবদুল জলিল, লাব্বাইক ওভারসীজের পরিচালক আলহাজ কাউছার উদ্দিন, ব্যাংকের এজেন্ট তারাশাইল ট্রেড লিংকের সত্ত্বাধিকারী আলহাজ ফরহাদ বিন মোস্তফা, বিশিষ্ট আলেম ফুয়াদ বিন মোস্তফা, যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন।
ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের কর্মকর্তা সাহেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।