চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন আহত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গা, ২৪ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আজ ভোরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন আহত হয়েছেন। খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দর্শনা হল্টস্টেশনে দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কোটচাঁদপুর ও যশোর স্টেশনে কপোতাক্ষ, রুপসাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। আহতরা হলেন, তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসান (৪৫) ও জুয়েল (৩৬) রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মতিয়ার রহমান (৫০) সিপাহী সরোয়ার হোসেন (৩০)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, তিনি সিগন্যাল মেনেই দর্শনা হল্টস্টেশন অতিক্রম করছিলেন। কিন্তু বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের চালকের ভুলে এই দুর্ঘটনা ঘটে বলে দাবি তার। দর্শনা স্টেশনমাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে যাওয়ার কথা থাকলেও সিগনাল অমান্য করে হল্টস্টেশনে ঢুকে পড়ায় দুর্ঘটনাটি ঘটে।