চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে আটক-১৮, মাদকদ্রব্য উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মোঃশাহ্ আলম, ০৬ জুলাই, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : র্যাবের চলমান মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। বুধবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক পরবর্তী সাজা ও জনিমানার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামনগর গ্রামস্থ জনতা হাই স্কুলের পিছনে কাজীগ্রাম মোড় হতে কাজীগ্রামগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর (চৌধুরীপাড়া)’র মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ আজিজুল হক (২২)কে হাতেনাতে আটক করে। আটককৃত গাঁজার মূল্য অনুমানিক ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে। আটক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া, প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে বুধবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১৭ মাদকসেবীকে আটক করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মাসুদ।
সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্তরা হচ্ছে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কালীর খামার এলাকার মোঃ আবু বক্করের ছেলে মোঃ আইউব আলী (৫২), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিয়ালা গাবতলার মোঃ দবির আলীর ছেলে মোঃ সোহেল আলী (২৮), দরগাপাড়ার মৃত সবুর উদ্দিনের ছেলে মোঃ পিয়ার উদ্দিন (৫২), রাজারামপুর পোড়াপাড়ার মৃত আজহার আলীর ছেলে মোঃ কামরুল ইসলাম (৫০), বালুগ্রামের মোঃ আঃ আলিমের ছেলে নয়ন (২৫), আরামবাগ এলাকার মোঃ শওকত আলীর মোঃ তুহিন আলী (৪০), নামোশংকরবাটির -শ্রী খন্ডঘোষ এর ছেলে শ্রী শক্তি ঘোষ (২৮), রাজারামপুর বদুমিয়াপাড়ার আফজাল হোসেনের ছেলে মোঃ রিয়ন (২১),
একই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল হালিম (২০), শিবতলার জয়নাল গাজীর ছেলে মোঃ রিমন (২৫), বহরমপুরের মৃত আঃ রহিমের ছেলে টমাস (২৫), আজাইপুরের মৃত লাল মোহাম্মদ এর ছেলে মোঃ ইয়ার আলী (৩২), আলীনগরের -মোঃ শামিমের ছেলে মোঃ সনি (২০), মসজিদপাড়ার মৃত তফজুলের ছেলে মোঃ দুলাল (৩০), মিস্ত্রীপাড়ার মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ আশিফ আলী (২৫), রামচন্দ্রপুরহাটের মোঃ মঞ্জুর রহমানের ছেলে মোঃ সাদিকুর রহমান (৪৬) ও মাঝপাড়ার মীর হাসানের ছেলে মোঃ হিয়া আলী (২২)।