চরম যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, কিন্তু কেন?
দেশের খবর (যানজট), ২২ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন ঘন যানজট তৈরি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী, সাধারণ মানুষসহ সকলেই। কিন্তু মহাসড়কটি চার লেনে উন্নীত হওয়ার পরেও কেন বারবার যানজটে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে? সাধারণ মানুষের ভোগান্তি চরমে। যানজটে আটকে থাকা পণ্যবাহী যানবাহনগুলোর চালকেরাও সময়মত ট্রিপ শেষ করতে না পারা নিয়ে মহা দুঃশ্চিন্তায়।
যানজটের কারণে কুমিল্লার চান্দিনা থেকে মেঘনা ব্রিজ পার হইতে সময় লাগে ১০ ঘণ্টা। টোল প্লাজার ৮টি লেন থেকে যানবাহনগুলো যখন সেতুর একটি লেনে উঠে, তখনি সেতুর মুখে নতুন করে তৈরি হচ্ছে যানজট। যার ফলে শুধু সেতু পার হতেই লেগে যায় অনেক সময়। এটি দেশের মূল বাণিজ্যিক রুট হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী, সাধারণ মানুষ সকলেই। এটি খুব দ্রুত সমাধানের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করছেন আম জনতা।