গাজীপুর শ্রীপুর থেকে আবরার ফাহাদ হত্যা মামলার আসামী গ্রেপ্তার!
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, মোঃ ইসমাইল খন্দকার, ১০ অক্টোবর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত হোসেন মোহাম্মদ তোহাকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, হোসেন মোহাম্মদ তোহা বুয়েটের এমই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি এ মামলার মামলার ১১ নম্বর আসামি। ‘আটকের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
জানা যায়, আবরার হত্যা মামলার ১১ নম্বর এজাহারভুক্ত আসামি তোহা।’ এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদের মধ্যে এজাহারনামীয় ১২ জন ও এজাহার বহির্ভূত সন্দেহভাজন ৪ জন। এদের ১৩জনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
উল্লেখ্য,গত রোববার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।