গাইবান্ধায় করতোয়া নদীর পানি ৯১ সে.মি. বৃদ্ধি

গাইবান্ধা প্রতিনিধি, একরামুল হক, ০৭ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ব্রহ্মপুত্রের পানি গতকাল মঙ্গলবার সকালে কমে গিয়ে বিপদসীমার নিচে যাওয়ায় গাইবান্ধার কোন নদীর পানি এখন আর বিপদসীমার উপরে নেই। তবে গোবিন্দগঞ্জ,  পলাশবাড়ি ও সাঘাটা  উপজেলায় করতোয়া, কাটাখালী ও আলাই নদীর পানি আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার মানুষের মধ্যে বন্যা আতংক বিরাজ করছে। সাঘাটা উপজেলার ৫ নং কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রীজ থেকে ৬০০ মিটার দক্ষিনে আদর্শ বাজার পয়েন্টে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে,, ফলে নদি পাড়ের আবাদি জমি সহ ঘরবাড়ি বিলিন হচ্ছে নদি গর্ভে।

 গত সোমবার বিকাল ৩টা থেকে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় করতোয়ার পানি গোবিন্দগঞ্জের কাটাখালি পয়েন্টে ৯১ সে.মি. বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তার পানিও মঙ্গলবার সকাল থেকে বাড়ছে। সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গত ৯ ঘন্টার তিস্তার পানি ৭ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। তবে করতোয়া ও তিস্তার পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা নির্বাহী মো. মোখলেছুর রহমান বলেন, করতোয়ার পানি আগামী দুইদিনের মধ্যে থেমে যাবে। আতংকিত হওয়ার কিছু নেই।
এদিকে ব্রহ্মপুত্র, ঘাঘট নদীর পানি নেমে যাওয়ার সাথে ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। এ তিনটি উপজেলার ১৩টি পয়েন্টে গত দুইদিনে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি ও প্রচুর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *