ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনে বিশ্ব জয় করবে ! বগুড়ায় হুইপ ওমর
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ১৩ মার্চ, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি বলেছেন, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। আগামীর নেতৃত্ব দেয়ার জন্য আলোকিত মানুষ গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার বিকল্প নাই। প্রতিটি শিক্ষার্থীকে আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনে বিশ্ব জয় করবে।
বগুড়ায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ সদর আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন। বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপি অনুষ্ঠানে ১৬ টি বিদ্যালয় অংশগ্রহন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হামিদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, সরকারী আজিজুল হক কলেজের সহযোগি অধ্যাপক মতিউর রহমান, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু নুর মো: আনিসুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহীদ, পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী জাকি তাজওয়ার, আজিজুল হক, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।