কোলকাতায় বিজয় দিবসে ৩০ জন মুক্তিযোদ্ধা ও ছয়জন সেনা কর্মকর্তাকে সংবর্ধনা: ভারত
ঢাকা, ২২ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কোলকাতায় বিজয় দিবসের উৎসবে ৩০ জন মুক্তিযোদ্ধা ও ছয়জন সেনা কর্মকর্তাকে ভারতের ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে ১৪ থেকে ১৮ ডিসেম্বর সংবর্ধনা দেওয়া হবে। মুক্তিযোদ্ধা দলের প্রধান থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিঙ্গালা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে সচিবালয়ে অফিস কক্ষে সাক্ষাৎ করে মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের নেতৃত্বদানের জন্য আমন্ত্রণ জানান। মন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেন।
হর্ষবর্ধন শ্রিঙ্গালা জানান, প্রতিবছর ভারতের ইস্টার্ন কমান্ড বাংলাদেশের বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে থাকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে পেরে তাঁর দেশ গর্বিত। এ সময়ে গণপূর্তমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরকারের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এত বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে সে দিন ভারত সরকার মহানুভতার পরিচয় দিয়েছে।