কোম্পানীগঞ্জে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন মির্জা কাদের
নোয়াখালী প্রতিনিধি, লূৎফুল হায়দার চৌধুরী, ০৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জাকে প্রদানের মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত বুথে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) সুপ্রভাত চাকমাও ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম জানান, প্রথম ধাপে কোম্পানীগঞ্জ উপজেলার ৪হাজার ১৯২জনের জন্য পূর্ণ ডোজ ভ্যাকসিন এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত তিনটি বুথের মাধ্যমে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ইতিমধ্যে কোম্পানীগঞ্জে ২৩৮জন ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।