কোম্পানীগঞ্জে খামারে অগ্নিকান্ড ; আ.লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা
নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ০১ এপ্রিল, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের ১০৪ নেতাকর্মির বিরুদ্ধে মুরগির খামারে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা করেছে মির্জা কাদেরের অনুসারী আবদুল কাইয়ুম।বুধবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন মিজানুরের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের প্রধান আইনজীবী শংকর দে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সংশ্লিষ্ট থানা মামলা গ্রহণ না করায় বাদী আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন। মামলায় প্রধান আসামিরা হচ্ছে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, এ ছাড়াও আসামি করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা ফখরুল ইসলাম রাহাতসহ ১০৪ জনকে। এছাড়াও মামলায় ৭০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলাটি করেছেন মির্জা কাদেরের অনুসারী চরহাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল কাইয়ুম।
মামলায় উল্লেখ করা হয়, এ আসামিরা গত সোমবার রাতে ২টা ৫০ মিনিটে মুরগির ফার্মে আগুন দিয়ে ফার্ম থেকে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা লুট করে নিয়ে যায়। এ সময় শোর চিৎকার করে লোকজন ঘটনাস্থলে গেলেও আসামিদের বাধার মুখে আগুন নেভাতে পারেনি।বাদী নিজে ও সাক্ষীরা আগুনের লেলিহানে আসামিদের দেখেছেন। এ অগ্নিকাণ্ডে ও লুটপাটে তার ৩২ লাখ ৯১ হাজার ৮০০ টাকার ক্ষতি হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে নোয়াখালী পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।