কুর্দি স্বাধীনতার পক্ষে ৯২ শতাংশ ভোট
আন্তর্জাতিক, ০১ অক্টোবর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : ইরাকে কুর্দিরা ব্যাপকভাবে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার ইরাকের সংখ্যাগরিষ্ঠ কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে অনুষ্ঠিত ৩৩ লাখ মানুষের ৯২ শতাংশ ভোট স্বাধীনতার পক্ষে পড়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি শেষবারের মত গণভোটের ফলাফল বাতিলের আহ্বানের মধ্যে এই ফলাফল ঘোষিত হল। তিনি সাংগঠনিক কাঠামো অনুযায়ী বাগদাদের সঙ্গে আলোচনার আহ্বান জানান। কুর্দি নেতারা বলেছেন, এই ম্যান্ডেটে জয়লাভ করায় কুর্দি অধ্যুষিত অঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠনে বাগদাদের কেন্দ্রীয় সরকার ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার সুযোগ সৃষ্টি হবে।
এদিকে ইরাকের পার্লামেন্ট প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি কুর্দি সেনাদের অধীনে থাকা তেলসমৃদ্ধ কিরকুক ও অন্যান্য বিবদমান এলাকায় সেনা মোতায়েনের আহ্বান জানান। ২০১৪ সালে আইএস ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশ দখল নিলে কিরকুকের দখল নেয় কুর্দি পেশমার্গা যোদ্ধারা। বিবিসি।