কুমিল্লা ১১ টি আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ২৮ নভেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাপার সংসদ সদস্যরা। এসময় কুমিল্লার ১১টি আসনের প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী কুমিল্লায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা হলেন – কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আমির হোসেন ভূঁইয়া, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে এটিএম মনজুরুল ইসলাম, কুমিলা-৩ (মুরাদনগর) আসনে মোঃআলমগীর হোসেন, কুমিল্লা -৪ (মুরাদনগর) আসনে এডভোকেট ইউসুফ আজগর, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মোহাম্মদ জাহাঙ্গী আলম, কুমিল্লা-৬ (সদর) আসনে এয়ার আহমেদ সেলিম (এ আসনে বিকল্প প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহনের নামও ঘোষণা করা হয়েছে) কুমিল্লা- (চান্দিনা) আসনে ৭ লুৎফর রেজা খোকন, কুমিল্লা- ৮ (বরুড়া) আসনে এইচ এম ইফরান, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রফেসর ড.গোলাম মোস্তফা, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসনে জোনাকি মুনশী এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মোস্তফা কামাল।
দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যারা নিজস্ব এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আছে, সর্বোপরি দলের প্রতি একনিষ্ঠ- তাদের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি। দুই দফায় পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় ২৪ নভেম্বর। এবার দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং ২৪ নভেম্বর ১৫টি ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা।
এদিকে কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার পর মো: আমির হোসেন ভূঁইয়া বলেন, দল আমাকে যে আশায় ও প্রত্যাশায় লাঙ্গল আমার হাতে তুলে দিয়েছেন। আমি আশা করি দাউদকান্দি তিতাসের জাতীয় পার্টি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাবে, ইনশাআল্লাহ।