কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী উদযাপিত
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ২২ নভেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মুক্তিযোদ্ধা সম্মাননা, কেক কাটার মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি। কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান এসইউপি, এডলিউসি, পিএসসি’র স্বাগত বক্তব্য রাখেন।
পরে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি, কুমিল্লা, ফেনীর বেশ কয়েকজন সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে কেককাটা হয়। এর আগে ৯ শ ৪০ জন মুক্তিযোদ্ধাকে স্মারক সম্মাননা প্রদান করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এমপি। অনুষ্ঠানে মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, সশস্ত্র বাহিনী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোন দূর্যোগ মোকাবেলা, অবকাঠামোগত নির্মাণ, আর্তমানবতার সেবা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন জঙ্গী দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে।
এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন- সশস্ত্র বাহিনী আমাদের দূর্যোগের বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়ণে যে কাজ করেছে তা সেনাবাহিনীর প্রতিটি সদস্য জানেন। শেখ হাসিনার মত নেতা থাকলে এদেশে উন্নয়ন হয়, তা প্রমানিত সত্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এড আবুল হাশেম খান এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, নাসিমুল আলম নজরুল এমপি, ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপি, এইচএম ইব্রাহিম এমপি, আঞ্জুম সুলতানা এমপি, এ্যারোমা দত্ত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি এমপি, ফরিদা আলম সাকী এমপি, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার আবদুল মান্নান, হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহসহ বৃহত্তর কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষিপুর জেলার এমপি, রাজনৈতিক ব্যাক্তিত্বসহ বীরমুক্তিযোদ্ধা সহ বীরপ্রতীক মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, সেনাবাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।