কুমিল্লা ডিবি পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল, গাঁজাসহ গ্রেপ্তার-৪
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১৮ অক্টোবর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ শ’ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজা। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হচ্ছে- চৌদ্দগ্রাম উপজেলার বিজয়পুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র আবু হাসান, বাঙ্গরাবাজার থানার গাজীপুর গ্রামের মৃত আবদুল হালিমের পুত্র তারমিন ওরফে মাইকেল, বলিঘর গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র জাকিরুর রহমান, গাজীপুর গ্রামের মৃত আবদুল হালিমের পুত্র কবির হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ১৭ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউপির জগমোহনপুরস্থ ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ আবু হাসানকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে। অপর একটি অভিযানে গত ১৬ অক্টোবর বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা বাঙ্গরা বাজার থানাধীন গাজীরহাট বাজারস্থ প্রান্তীক বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তারমিন, জাকির এবং কবিরকে আটক করা হয়। এ সংক্রান্তে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসির রাজেশ বরুড়া জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।