কালীগঞ্জে গবাদী পুশর নকল ঔষুধ কারাখানায় অভিযানে কারাখানা মালিককে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ২১ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহ কালীগঞ্জ শহরের পৌর এলাকায় গবাদী পুশর নকল ঔষুধ কারাখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদাণ করেন।
ঝিনাইদহ জেলা ঔষুধ তত্বাবধায়ক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কালীগঞ্জের পৌরসভার সামনে ডিএনএ এগ্রো ফার্মা নামের একটি কারখানায় অবৈধ ভাবে গবাদী পশুর ঔষুধ তৈরী করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে কারখানা মালিক মাসুদ রানাকে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। কারখানার মালিক মাসুদ রানা দীর্ঘদিন অবৈধ ভাবে নকল ওষুধ কারখানা করে বিভিন্ন প্রকার গবাদি পশুর ওষুধ তৈরি করে আসছিল । এ সব ওষুধ গোপনীয় ভাবে বাজারে বিক্রি করতো ।