কাউন্সিলর প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ২৩ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মাদারীপুরের শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (পানির বোতল) আকতার হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন খান তার নির্বাচনী এলাকায় লোকজন নিয়ে উঠান বৈঠকে করেছেন, যা নির্বাচনী আচরণ বিধির পরিপন্থি।
পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ৯১৮ জন। এর মধ্যে ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯৬১ জন পুরুষ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ কেরবেন।
The clinics will be able to treat up to 75 patients a day over the six-month spike of new coronavirus cases. where to buy cialis over the counter in malaysia News of the first tranche of the novel coronavirus package came as the AFL revealed its games could soon be played in empty stadiums to prevent the spread of the coronavirus at mass gatherings.