কলারোয়ায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, মোঃ হেলাল উদ্দিন, ১৯ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরার কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা অভিযোগের মামলায় এজাহারভুক্ত আসামি লাল্টুকে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার লাল্টু উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত ইসলাম গাজীর ছোট ছেলে।রবিবার (১৯ জানুয়ারি) ভোররাতে থানার এসআই ইসরাফিল হুসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে আটক করেন।এর আগে শনিবার রাতে থানায় মামলা করেন মেয়েটির পিতা।
এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- শনিবার সকালে মানসিক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তার পরিবারের সদস্যরা নিজেদের মাছের ঘেরে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবন্ধীর দাদী ও তার ছোট বোন বাড়ি এসে দেখতে পান ঘরের বারান্দায় প্রতিবন্ধী মেয়েটির মুখ চেপে মাদকসেবী লাল্টু ধস্তাধস্তি করছে। ধস্তাধস্তিতে তার নাতনীর পোশাক ছিড়ে যায় ও তার শরীরে আঁচড়ের দাগ হয়ে যায়। এসময় তারা চিৎকার করে উঠলে লাল্টু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে লাল্টুকে আসামি করে কলারোয়া থানায় মামলা করেন।
মেয়েটির বাবা বলেন, এ ঘটনার পর বিষয়টি মীমাংসা করার জন্য গ্রামের প্রভাবশালী লোকদের দিয়ে লাল্টু তাঁদের চাপ দিতে থাকেন। এ কারণে তাৎক্ষণিকভাবে তাঁরা মামলা করেননি। বিষয়টি থানা-পুলিশ জানার পর তাঁদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ এ বিষয়ে সুবিচার পাওয়ার আশ্বাস দেন। মামলা করার পর রবিবার ভোররাতে মাদকসেবক লাল্টুকে গ্রেপ্তার করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই প্রতিবন্ধীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত লাল্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোহা.রাজিব হোসেন।