নরসিংদীতে মাদক বিরোধী আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৬ জুন, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধি আন্তর্জাতিক দিবস উপলক্ষে নরসিংদীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় কর্মসূচীতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাদক থেকে দূরে থাকার প্রত্যয়ে শপথ পাঠ করেন।পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।এরপরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।এবং জেলার ৬ টি উপজেলায় পৃথক পৃতক কর্মসূচী পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *