করোনা ভাইরাস উপসর্গ : সোনালি ব্যাংক রংপুর বাজার শাখা বন্ধ
রংপুর প্রতিনিধি, এ জি মুন্না, ২২ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সোনালি ব্যাংকের রংপুর বাজার শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই ব্যাংকের ১১ কর্মকতা কর্মচারীর মধ্যে ৭ জনের শরীরের করোনা উপসর্গ দেখা দিলে বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
সোনালি ব্যাংক রংপুর প্রধান শাখার ডিজিএম আঃবারেক চৌধুরী সাংবাদিকদের জানান, ওই ব্যাংকের ৭ জন জ্বর, সর্দি, কাশিসহ ভুগতেছিলেন।
গত কাল ও আজ বুধবার (২২ এপ্রিল) ৭ জনেরই নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়, এখনো তাদের ফলাফল জানা যায়নি। সার্বিক পরিস্হিত বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃ পক্ষের নির্দেশে বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে ওই ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।