নীলফামারীতে নতুন জাতের আলুর প্রদর্শনী

নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ০৪ এপ্রিল, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘‘মুজিব বর্ষে বিএডিসি কৃষি সেবায় দিবানিশি’’ এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নতুন জাতের আলুর প্রদর্শনী এবং মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাইয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামারে মানসম্পন্ন বীজআলুু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরন প্রকল্পের অর্থায়নে ও ডোমার ভিত্তি আলুবীজ উৎপাদন খামার উপপরিচালকের বাস্তবায়নে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ডোমার ভিত্তি আলুবীজ উৎপাদন খামারে উপপরিচালক মো. আবু তালেব মিঞা সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিএডিসি (বীজ ও উদ্যান) সদস্য পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিএডিসি (মাবীউকৃবিপ্র) প্রকল্প পরিচালক মো. আবীর হোসেন, ঢাকা বিএডিসি (মান নিয়ন্ত্রণ) যুগ্মপরিচালক সুভাষ চন্দ্র ঘোষ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *