কঙ্গোতে নিহত বিমান বাহিনীর সার্জেন্টের মরদেহ গাইবান্ধায় দাফন
গাইবান্ধা প্রতিনিধি, একরামুল হক, ১৪ জুন, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সম্প্রতি আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট জিয়াউর রহমানের মরদেহ শনিবার (১৩ জুন) গাইবান্ধায় পৌঁছেছে।
বিকেলে জাতিসংঘের একটি হেলিকপ্টারে তার মরদেহ গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সেখানে সার্জেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন।
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ গ্রামের বাসিন্দা বিমান বাহিনীর সার্জেন্ট জিয়াউর রহমান কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেন জানা গেছে।
সার্জেন্ট জিয়ার মরদেহ পরিবারের সদস্যরা গ্রহণ করে গ্রামের বাড়ীতে নিয়ে যান। পরে সেখানে সামাজিক দুরত্ব বজায় রেখে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।