একরামুল করিম চৌধুরী’র পথ সভায় মানুষের ঢল
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৭ ডিসেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নোয়াখালী-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরী এমপি। মঙ্গলবার বিকালে নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের জমিদার হাট বাজার করমুল্লা বাজার, চর শুল্লকিয়া গ্রাম ও ১ নং চরমটুয়া ইউনিয়নের ওদারহাট বাজারে পথসভায় একরামুল করিম চেীধুরী এমপির নৌকা মার্কার সমর্থনে হাজারো মানুষের ঢল নামে। প্রতিদিনেই বিভিন্ন এলাকায় এমপি একরামুল করিম চৌধুরীর সমর্থনে পথসভা, কর্মী সমাবেশ হচ্ছে। এসব কর্মসূচিতে সর্বস্তরের হাজার-হাজার জনতা অংশ নিচ্ছেন।
পথসভায় জনতার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন একরামুল করিম চৌধুরী। তিনি এমপি নির্বাচিত হলে নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনকে স্মার্ট ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে তাঁর পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন। প্রত্যেক ইউনিয়নে পথসভার সময় হাজারো মানুষ একরাম চৌধুরী কে দেখতে ছুটে আসেন। এসময় তারা নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন। স্থানীয় জনতা একরামুল করিম চৌধুরীর নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে গোটা এলাকা। ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। ভোটের মাঠে নামার পর থেকে সদর-সুবর্ণচরে একরামুল করিম চৌধুরীর পক্ষে প্রতিদিনই গণজোয়ার তৈরি হচ্ছে। দুই উপজেলায় একের পর এক স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁর পক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় এলাকাবাসী বলেন, একরামুল করিম চৌধুরী গত ১৫ বছরে যে উন্নয়ন করেছে, অতীতে কোন সময় এত উন্নয়ন হয়নি। সন্ত্রাস, চুরি, ডাকাতি বদ্ধ করেছেন। বর্তমানে আমরা শান্তিতে ঘুমাতে পারছি। তাই আমরা আবারো নৌকা মার্কায় ভৌট দিয়ে একরামুল করিম চৌধুরীকে বিজয়ী করবো।পথসভায় বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান, একরামুল করিম চৌধুরীর একমাত্র ছেলে সাবাব চৌধুরী, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্র, যুগ্ম-আহবায়ক একরামুল হক বিপ্লব, নাজমুল আলম মঞ্জু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিক রাজু, এজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন, ১ নং মটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ স্থানীয় নেতৃবৃন্দ।