ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন আরোপের বিষয়ে পুতিনের হুঁশিয়ারি
মস্কো, ০৬ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করে বলেছেন, যে কোন দেশ ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন আরোপ করলে তাকে যুদ্ধে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি বৈশ্বিক অবরোধকে যুদ্ধ ঘোষণার শামিল বলে বর্ণনা করেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পশ্চিমা বিশ্বের কাছে তার দেশের ওপর নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানান। কিন্তু তার অনুরোধ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বলছে, এতে যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার ঝুঁকি আছে।
পুতিন সতর্ক করে বলেন, নো ফ্লাই জোন কেবল ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্যই ব্যাপক ও বিপর্যকর পরিণাম ডেকে আনবে।
রুশ ন্যাশনাল এয়ারলাইন এরোফ্লোটের কর্মীদের সাথে শনিবার বৈঠককালে পুতিন বলেন, এ বিষয়ে যে কারো পদক্ষেপকেই ওই দেশের সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হবে।
তিনি বলেন, ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষকে অবশ্যই বুঝতে হবে, তারা যা করছে তা যদি অব্যাহত রাখে তবে তা ইউক্রেনের ভবিষ্যত রাষ্ট্রীয় মর্যাদাকেই প্রশ্নের মুখে ফেলবে। যদি তা ঘটে তবে তার জন্য তারাই সম্পূর্ণ দায়ী থাকবে।