উ. কোরিয়ার সর্বশেষ দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল, নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে গণ উৎসব পালন

সিউল, ২ ডিসেম্বর ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সর্বশেষ দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ায়, উত্তর কোরিয়ার সরকারি স্কয়ারে নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে গণ উৎসব পালন করেছে। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সরকারি সংবাদপত্র রোডং সিনমুন তাদের প্রথম পাতায় এ উৎসবের রঙিন ছবিসহ খবর ছেপেছে। এতে হাজার হাজার সৈন্য ও জনতাকে পিয়ংইয়ংয়ের কিম ইল-সুং স্কয়ারে সমবেত হয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করতে দেখা যাচ্ছে। উত্তর কোরিয়ার প্রয়াত নেতাদের বিশাল বিশাল প্রতিকৃতি দিয়ে স্কয়ারটি সুসজ্জিত করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রের বিষয়ে জনতাদের ব্যানারে লেখা ছিল, হোয়াসং-১৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল, আমরা আন্তরিকভাবে আনন্দ উদ্যাপন করছি, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বব্যাপী উত্তর কোরিয়ার শক্তির জানান দেয়া হয়েছে। গত বুধবার এই পরীক্ষার পর দেশটির নেতা কিম জং-উন ঘোষণা দেন, তার দেশ এখন স্বয়ং সম্পূর্ণ পারমাণবিক ক্ষমতাধর। কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের বিমান মহড়া করতে যাচ্ছে, এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *