৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা

মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ২৭ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক মেগা প্রকল্প একনেকের সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছে মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

গতকাল ররবিবার (২৬ জানুয়ারী) সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজহারুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি অভিনন্দন বার্তা পেশ করে প্রতিষ্ঠানটি। কলেজ অধ্যক্ষ প্রকৌশলী মো: মাহবুব হায়দার এর নেতৃত্বে কলেজ শিক্ষক ও শিক্ষার্থী র‌্যালিতে অংশ নেন।

প্রসঙ্গত দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে দেশের উপজেলাগুলোয় ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনে প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের ব্যয় ২০ হাজার ৫২৫ কোটি ৬৯ লাক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *