সীমান্ত প্রহরা ও চোরাচালান বন্ধে ক্লোজ সার্কিট ক্যামেরা : মেজর জেনারেল আবুল হোসেন

কুড়িগ্রাম, ৩ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সীমান্ত প্রহরা ও চোরাচালান বন্ধে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং টহল জোরদারের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থাও করা হচ্ছে, রৌমারী সদর কোম্পানী ও দাতভাঙ্গা বিজিবি ক্যাম্প পরিদর্শন এবং বিজিবি জোয়ানদের সাথে মতবিনিময় কালে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এসব কথা বলেছেন।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে,  প্রতিবেশী দেশের তুলনায় আমাদের জনবল কম থাকায় প্রধানমন্ত্রী ১৫ হাজার বিজিবি সদস্য নিয়োগের অনুমতি দিয়েছেন। সীমান্তের পাঁচ কিলোমিটার পর পর যেন আমাদের বিওপিগুলো রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। একটা ব্যাটালিয়নকে ১৫টি বিওপির দায়িত্ব দেয়ার প্রচেষ্টা রয়েছে যাতে তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারে। সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের আওতায় ক্যামেরা, থার্মা নিমেজার ও সেন্সর রাখা হবে। অর্থাৎ জিজিটালাইজেশনের মাধ্যমে এক জায়গায় বসে মনিটর করার সুযোগ করে দেওয়া হবে।। পাশপাশি সীমান্তে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানবাহন সুবিধা দিয়ে টহল বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *