সিত্রাং মোকাবেলায় নোয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৪ অক্টোবর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঘূর্ণি ঝড় সিত্রাং মোকাবেলায় নোয়াখালীতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনসহ বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠেনর নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নোয়াখালী জেলা প্রশাসন। সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিলসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় ৪০১ আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খুলেছি। সেই সঙ্গে উপকূলে আট হাজার ৩৮০ জন স্বেচ্ছা সেবককে প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার মজুত রাখা হয়েছে। এছাড়াও মেডিকেল টিম, সার্বক্ষণিক মোবাইল টিম আগে থেকেই প্রস্তুত রয়েছে।
দেওয়ান মাহবুবুর রহমান আরও বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের অসুবিধা হওয়া বা হওয়ার আগে থেকেই আমরা প্রস্তুত থাকবো। এদিকে সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীতে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। মেঘনা নদী উত্তাল থাকায় দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সকল ধরণের যোগাযোগ বন্ধ রয়েছে।
নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, নোয়াখালী ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় এসেছে।  সন্ধ্যার দিকে সিত্রাং শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। আগামীকাল মঙ্গলবার ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ভোরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *