শিবগঞ্জ সীমান্তে ৩০৮ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, শাহ্ আলম, ২৬ জুলাই, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শিবগঞ্জ সীমান্তে বিজিবির দুটি অভিযানে ৩০৮ বোতল ফেনসিডিল ও একজন ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করেছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৬ টার দিকে মনাকষা বিওপি কমান্ডার সুবেদার লিয়াকত আলীরে নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা হতে বাংলাদেশের ৭ কিলোমিটার অভ্যন্তরে মনাকষা ইউনিয়নাধীণ বনকুল গ্রামে অভিযান চালিয়ে মনাকষা ইউনিয়নের রানিনগর হাঙ্গামী গ্রামের সেন্টু আলির ছেলে রবিউল আওয়াল(২২) কে ৬৮বোতল ফেনসিডিল সহ হাতেনতে আটক করেছে।

ফেনসিডিলের মূল্য প্রায় ২৭হাজার ২শ টাকা। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (বুধবার দিবাগত রাতে) পৌনে ১টার দিকে ৪/৫এর ১এস সীমান্ত পিলার হতে ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাসুদ বিওপির কমান্ডার হাবিলদার সেলিম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২শ ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা। ফেনসিডিলগুলো মাদক নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে এবং ব্যবসায়ী রবিউল আওয়ালকে পুলিশের সহায়তায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *