রাজধানীর মিরপুরে ‘ট্রাস্ট ট্রাউজার’ কারখানা বিনা নোটিশে বন্ধ করে দেয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ

ঢাকা, স্টাফ রিপোর্টার (আরিফ পাটওয়ারী),  ১৭ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঢাকা মিরপুরে ‘ট্রাস্ট ট্রাউজার’ কারখানা বিনা নোটিশে বন্ধ করে দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১২ নম্বর মোড়ে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে, প্রায় সাড়ে ৩ ঘন্টা আন্দোলন শেষে পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। তবে শ্রমিকদের অবরোধের মুখে ওই এলাকার প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে রাজধানীর গুলশান, বাড্ডা ও উত্তরাসহ বিভিন্ন রুটের পরিবহনগুলো উল্টো পথে চলতে গেলে যানজটের তীব্রতা বাড়ে।
ট্রাস্ট ট্রাউজারের শ্রমিকরা বলেন, বৃহস্পতিবার আমরা ডিউটি করেছি,  আজকে সকালে এসে দেখি মালিকপক্ষ তালা ঝুলিয়ে দিয়েছে। আগের থেকে কোনো নোটিশ না দিয়ে এভাবে কারখানা বন্ধ করে দেয়ায় আমরা বিক্ষোভ করছি। এ পোশাক কারখানাটিতে প্রায় ১৮০০ শ্রমিক কাজ করে,  এত শ্রমিক এখন কোথায় যাবে। হুট করে কারখানা বন্ধ করে দেয়ায় আমাদের না খেয়ে থাকতে হবে। এছাড়া আমাদের বকেয়া বেতনও পরিশোধ করেনি মালিক পক্ষ। জানা গেছে, মালিকপক্ষ কারখানাটি স্থানান্তর করে সাভার নিচ্ছে এমন খবরে গত কয়েকদিন ধরে শ্রমিকরা আন্দোলন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *