যে কোন কঠিন রোগ থেকে আল্লাহ্র কাছে আশ্রয় ও মুক্তি চেয়ে দো’য়া
ঢাকা (ইসলাম), নিজস্ব প্রতিবেদক, ২৫ মার্চ ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : যে কোন কঠিন রোগ থেকে আল্লাহ্র কাছে আশ্রয় ও মুক্তি চেয়ে এই সকল দো’য়া করতে পারবেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাহে তো আপনাকে বর্তমান বলা মছিবত, রোগ বেয়াদি, কঠিন মহামারী থেকে রক্ষা করতে পারেন………… দো’য়া গুলো নিম্নরূপঃ-
♦♦♦♦
আনাস রাঃ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া করতেন।
اَللَّھُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَسَیِّءِ الْاَسْقَامِ
উচ্চারনঃ ‘আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন ছাইয়্যি ইল আসকাম’
অর্থ: হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্নক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
আবু দাউদ ২/৯৩,সহী তিরমিযী ৩/১৮৪; সহিহ নাসাঈ ৩/১১১৬
♦♦♦♦
যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক কঠিন বিপদ থেকে মুক্তি দেন, জেনে নিন অর্থ ও ফজিলত সহ !!
দোয়াটি হলো:
ﻟَﺎ ﺇِﻟَﻪَ ﺇِﻟَّﺎ ﺃَﻧْﺖَ ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺇِﻧِّﻲ ﻛُﻨْﺖُ ﻣِﻦَ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জােয়ালিমীন।
অর্থ: আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। -সূরা আল আম্বিয়া: ৮৭
ফজিলত-
ক. এ আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দু:খ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তি দিব। -সূরা আল আম্বিয়া: ৮৮
খ. হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজরত ইউনুস (আ.)-এর ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায়ই থাকুক আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -তিরমিজি: ৩৫০৫
গ. হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা। মাঝের অংশে আছে তাসবিহ। আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দু:খিত, বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -কানজুল উম্মাল: ৩৪২৮
আমল: কঠিন বালা-মুসিবত দূর করার জন্য বর্ণিত দোয়া বা আয়াতটি এক লক্ষ পঁচিশ হাজার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে, ওই দোয়া কবুল হয় এবং খতমে ইউনুছ কবুল হয়।
কুরআন মাজীদের ইরশাদ-
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
বাংলা উচ্চারণ: অলা নাব্লু ওয়ান্নাকুম্ বিশাইয়িম্ মিনাল্ খাওফি ওয়ালজু’ই অনাক্বছিম্ মিনাল্ আম্ওয়া-লি ওয়ালআন্ফুসি ওয়াছ্ছামারাতি; ওয়াবাশ্শিরিছ্ ছোয়া-বিরীন্।
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُواْ إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
বাংলা উচ্চারণ: আল্লাযীনা ইযায় আছোয়া-বাত্হুম্ মুছীবাতুন্ ক্বা-লূ য় ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জ্বি‘ঊন্।
أُولَـئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَـئِكَ هُمُ الْمُهْتَدُونَ
বাংলা উচ্চারণ: উলায়য়িকা ‘আলাইহিম্ ছালাওয়া-তুম্ র্মি রব্বিহিম্ অরাহ্ মাহ; ওয়া উলা -য়িকা হুমুল্ মুহ্তাদূন্।