মাদারীপুরে জাতীয় শোক দিবস পালিত

মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ১৫ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুর সদর, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ১০ টায় মাদারীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠনের ব্যক্তিবর্গ। এছাড়াও সকালে শহরের পুরান বাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগ ও যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি মো. আতাহার সরদার, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান রুবেল খান প্রমুখ। সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কলেজ গেট সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শাজাহান খান এমপি’র স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান কালু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান লস্কর।

এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খায়রুল হাসান নিটুল খন্দকার, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এজাজুর রহমান আকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *