বিচার বিভাগের ডিজিটালের লক্ষ্যে ল্যাপটপ, কম্পিউটার সরবরাহের চাহিদাপত্র চাওয়া হয়েছে

ঢাকা, ১৯ জানুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪): বিচার বিভাগের ডিজিটালের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ল্যাপটপ কম্পিউটার সরবরাহের চাহিদাপত্র চাওয়া হয়। সারাদেশে কর্মরত সকল বিচারকের মাঝে ল্যাপটপ বিতরণের জন্য ফরম প্রাপ্তির তিন দিনের মধ্যে চাহিদাপত্র চেয়ে একটি স্মারক পাঠানো হয়। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে বলা হয়, সারাদেশে কর্মরত সব বিচার বিভাগীয় কর্মকর্তার মাঝে সুষ্ঠু ভাবে ল্যাপটপ, কম্পিউটার বিতরণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা, মহানগরে অবস্থিত জেলা জজ আদালত, সমপর্যায়ের বিচারিক আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা অন্য কোনও প্রতিষ্ঠানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নামে চাহিদাপত্র পাওয়া একান্ত আবশ্যক।

এমতাবস্থায়, বিচার বিভাগীয় কর্মকর্তাগণের নামের তালিকা (চাহিদা পত্র) স্মারকে সংযুক্ত ফরম অনুসারে পত্র প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ডাকযোগে এবং আবশ্যিক ভাবে সফট কপি ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তাগণ বর্তমানে সাময়িক বরখাস্ত, মাতৃত্বকালীন ছুটি, দুই মাসের অধিক অর্জিত ছুটি, শিক্ষা ছুটিতে আছেন তাদের নাম চাহিদাপত্রে উল্লেখ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *