বাংলাদেশ মুজাহিদ কমিটি চৌদ্দগ্রাম উত্তর শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৩ আগস্ট, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে শনিবার (১২ই আগষ্ট) বিকালে মিয়াবাজার হাইস্কুল মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটির চৌদ্দগ্রাম উপজেলা উত্তর শাখা উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান মেহেমান ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
প্রধান মেহেমানে বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তি ধর্ম, বাংলাদেশে একদিন দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। উক্ত মাহফিলে বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় সহসম্পাদক, জাতীয় ওলামা মাখায়েখ আইম্মা পরিষদ ও খতিব, সাইন্স ল্যাবরেটরি জামে মসজিদ, মিরপুর, ঢাকা, মুফতী শামছুদ্দোহা আশরাফী।
বাংলাদেশ মুজাহিদ কমিটির চৌদ্দগ্রাম উপজেলার উত্তর শাখা সভাপতি মাওঃ আবুল কালাম এর সভাপতিত্বে উক্ত মাহফিলে ওয়াজ করেন নায়েবে মুহতামিম, বট্টগ্রাম মাদ্রাসা মাওঃ জামাল উদ্দিন সাহেব, মুহতামিম, এমদাদুল উলুম ক্বাওমী মাদ্রাসার দাতামা মুফতী মোঃ দেলোয়ার সাহেব, নায়েবে তালিমাত, আল মান্নান জামিয়াতুল সুন্নাহ, বিশ্বরোড কুমিল্লা মুফতী নেয়ামত উল্লাহ আল ফরিদী, মুফতী মাইন উদ্দিন হাফেজী প্রমুখ।