বগুড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪

বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বগুড়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোকুল ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের বর্তমান সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদকের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সানি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৪ জন। শুক্রবার বেলা ১১টার দিকে গোকুল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমানের উপর হামলা করে সাবেক সাধারণ সম্পাদক বিপুল ও তার লোকজন।

এ সময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তার স্ত্রী নিশি আকতার, আব্দুল হাকিম এবং সানি আহত হয়। পরে মিজান, তার স্ত্রী নিশি আক্তার, আব্দুল হাকিম ও সানিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সানি মারা যায়।

এদিকে মিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাতে বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *