পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন করে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ২৫ মে ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচটি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে মিলরেখে এক প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে,

১। চট্টগ্রাম -এর ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattogram,

২। কুমিল্লার ক্ষেত্রে Comilla এর পরিবর্তে Cumilla,

৩। বরিশালের ক্ষেত্রে Barisal এর পরিবর্তে Barishal,

৪। যশোরের ক্ষেত্রে Jessore এর পরিবর্তে Jashore,

৫। বগুড়ার ক্ষেত্রে Bogra এর পরিবর্তে Bogura রূপে সংশোধন করা হয়েছে।

সকল মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর/দপ্তর/পরিদপ্তর, জেলা ও উপজেলাসহ বিদেশে বাংলাদেশ মিশনসমূহে এবং বাংলা ও ইংরেজি অভিধানে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *