পদ্মার নিচে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে, আমাদের টার্গেট যথা সময়েই শেষ করবো, নির্মাণ কাজ ৫০ শতাংশের বেশী: ওবায়দুল কাদের

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ৫০ শতাংশের বেশী, ২য় স্প্যান বসাতে মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে, পদ্মার নিচে এতো বেশি অনিশ্চিত পরিস্থিতি যে, সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে, আমাদের টার্গেট আমরা যথা সময়েই শেষ করবো। ওবায়দুল কাদের বুধবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নবনির্মিত মোস্তফাগঞ্জ সেতুসহ ৫টি সেতুর উদ্বোধন ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, ২০২০ সালের মধ্যেই মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীন সকল ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ষোল মিটার দীর্ঘ মোস্তফাগঞ্জ সেতু, ঊনত্রিশ মিটার দীর্ঘ রান্ধুনী বাড়ি সেতু, প্রায় চৌদ্দ মিটার দীর্ঘ সিংপাড়া সেতু, প্রায় আঠারো মিটার দীর্ঘ কোলা সেতু এবং প্রায় তেইশ মিটার দীর্ঘ কুসুমপুর বাগানবাড়ী মসজিদ (মালীপাড়া) সেতু নির্মিত হয়েছে। মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীন ঝুঁকিপূর্ণ বেইলি সেতুসমূহ স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ঊনত্রিশটি বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। আরও পনেরোটি সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের জুন নাগাদ শেষ হবে এবং অবশিষ্ট নয়টি সেতুর নির্মাণকাজ ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে।এই সময় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিরাজদিখান উপজেলা পরিষরেদর চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশীদ, সিরাজদিখানের ইউএনও তানভীর মো. আজিম, শ্রীনগরের ইউএনও জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *