নোয়াখালী করোনা শনাক্ত-১৫৮, মৃত্যু-১, মোট মৃত্যু-১৪৫

নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ০৫ জুলাই, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করে এফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৯২ শতাংশ।

এ র্পযন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৭০২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।

করোনায় সদর উপেজলায় মারা গেছে ২৭জন, সুর্বণচরে ৪জন, বেগমগঞ্জ-৫০জন সোনাইমুড়ীতে ৮জন,চাটখিল ১৩জন, সেনবাগ-২০জন, কোম্পানীগঞ্জ-৪জন, কবিরহাট ১৯জন।
সোমবার (৫ জুলাই) সকালে জেলা সিভিল র্সাজন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, সুর্বণচরে ৮ জন, বেগমগঞ্জ ২১ জন, সোনাইমুড়ী ১২ জন, চাটখিল ১২ জন, সেনবাগ ১৪ জন, কোম্পানীগঞ্জ ২০ জন, কবিরহাট উপজেলায় ১৪ জন রয়েছেন।
তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৬৯ শতাংশ।এদিকে, আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ৯৮৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৫ জন ও আইসোলেশনে রয়েছেন ১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *