নরসিংদীতে ফ্রিজ ভাঙার গুজব, মাংস বা মাছ থাকলে পুলিশ গিয়ে ভেঙে ফেলছে ফ্রিজ, আতংকে সাধারন মানুষ

নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৩ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : নরসিংদী জেলার মনোহরদী, বেলাব,শিবপুর, রায়পুরা,পলাশ,ও নরসিংদী সদর উপজেলায় ২১/২২ জানুয়ারি দুদিন ধরে ফ্রিজ ভাঙ্গার গুজবে বাসা বাড়ি ও দোকানে ফ্রিজ ব্যবহারকারীদের মধ্যে আতংক বিরাজ করছে। এলাকায় প্রচার হয় যে, যার ফ্রীজে গরুর মাংস বা মাছ রয়েছে তার ফ্রিজটিই পুলিশ গিয়ে ভেঙে ফেলছে। এমন সংবাদে জেলায় আতংক ছড়িয়ে পড়ে  সাধারন মানষের মাঝে। তাদের ব্যবহৃত ফ্রিজগুলো এবং ফ্রিজে থাকা মাংস ও মাছ গুলো সরিয়ে ফেলছে ।কিন্তু এলাকা জুড়ে খবর নিয়ে কোথাও পুলিশ কর্তৃক ফ্রিজ ভাঙ্গার এমন কোন ঘটনা ঘটেছে বলে সত্যতা মিলেনি।নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, মানুষ কিভাবে এই সকল গুজবে কান দেয়। এটা সম্পূর্ণ অপপ্রচার। তিনি গুজবে কান না দেয়ার জন্য সকলের প্রতি আহব্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *