ঝিনাইদহের বিটিভির আঞ্চলিক উপ-কেন্দ্র থেকে বিনা টেন্ডারে সরকারী গাছ কাটার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি, তারিক জাহিদুর রহমান, ৭ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : ঝিনাইদহে বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক উপ-কেন্দ্র থেকে সরকারী গাছ কেটে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বিরুদ্ধে। গেল কয়েকদিনে কাটা হয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫ টি গাছ। নিয়ম বহি:র্ভুত ভাবে গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানালেন জেলা প্রশাসক। জানা যায়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপকেন্দ্র। এই কেন্দ্রটিতে রয়েছে বিভিন্ন প্রজাতির কয়েক শতাধীক গাছ। কেন্দ্রটির দায়িত্বরত কর্মকর্তা (টিভি প্রকৌশলী চলতি দায়িত্ব) দিপক কুমার মালাকারের বিরুদ্ধে গেল কয়েকদিনে ইচ্ছামত কেন্দ্রটির মুল্যবান গাছ কেটে অন্যত্র বিক্রয় করার অভিযোগ উঠেছে। মেহগনি, আম, কাঠাল, দেবদারুসহ ছোট-বড় প্রায় ২৫ টি গাছ কাটা হয়েছে। কোনটি কাটা হয়েছে অর্ধেক, কোনটির ডাল কাটা হয়েছে আবার কোনটি সমূলে কাটা হয়েছে। অপকর্মটি ঢাকার জন্য সমুলে কাটা গাছের স্থলে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে এসব গাছ তিনি বিভিন্ন ভাবে বাইরে বিক্রি দেন। গাছ কাটারত অবস্থায় শ্রমিক কুদ্দুস হোসেন বলেন, স্যারের নির্দেশে গাছ গুলি কাটছি। স্যার’ই আমাকে গাছ গুলো কাটতে বলেছেন। উপ-কেন্দ্রের নিরাপত্তা প্রহরী আক্কাস আলী বললেন, কারেন্টের তারের জন্য স্যার গাছের ডাল গুলো কাটতে বলেছেন। তিনি বলেন, স্যারের সাথে গাছ যারা কাটছে তাদরে নাকি কথা হয়েছে। সহকারী প্রকৌশলী কুতুব উদ্দিন বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে বিষয়টি নিয়ে ইনচার্জ স্যার ড্রিল করছেন। উনি ঢাকায় আছেন। উনি আসলে কথা বলতে পারেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই (টিভি প্রকৌশলী চলতি দায়িত্ব) দিপক কুমার মালাকার মোবাইল ফোনে গাছ কাটার কথা স্বীকার করলেও গাছ বিক্রির কথা অস্বীকার করে নানান যুক্তি দেখান। এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, বিটিভির উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও সরকারি গাছ এভাবে কাটার কোন নিয়ম নেই। যদি অবৈধভাবে গাছগুলো কাটা হয় তবে তার বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি অফিসের গাছ অবৈধভাবে যে কর্মকর্তা কেটেছেন তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *