চৌদ্দগ্রাম জাতীয় জলাতঙ্ক নির্মূলে কুকুরের টীকা দান কর্মসূচী-২০২০ উদ্ভোধন

চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ৩০ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : স্বাস্থ্য অধিদপ্তর সিডিসি, রোগ নিয়ন্ত্রন শাখার আওতায় বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর (চৌদ্দগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে) একটি কুকুরকে টীকা (ভ্যাকসিন) দানের মাধ্যমে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী উদ্ভোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান।

উক্ত উদ্ভোধনী সভা আরোও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, এন ডিভির সুপারভাইজার মুক্তার উদ্দীন, সাংবাদিক আবদুল মান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ৩০শে জানুয়ারী ২০২০ইং থেকে আগামী ৩রা ফেব্রুয়ারী ২০২০ পর্যন্ত ৫ দিন ব্যাপী কুকুরকে টীকাদান কর্মসূচী চলবে।

এই কর্মসূচীকে বাস্তবায়ন করার জন্য চৌদ্দগ্রাম উপজেলা একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ৫ সদস্য বিশিষ্ট ১টি টীম গঠন করা হয়েছে। তাদের মধ্যে প্রতি টীমের একজন স্থানীয় কুকুর ধরার লোক, ২ জন দক্ষ কুকুর ধরার লোক, ১ জন টীকা দানকারী, ১জন ডাটা কালেক্টর ও ১ জন ভ্যান পোর্টার হিসেবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *