চৌদ্দগ্রামে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা- ২০১৮ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে

কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৫ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪): “ উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে উন্নয়ন মেলা- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে উন্নয়ন মেলা – ২০১৮ শুভ উদ্বোধন ঘোষণার পর চৌদ্দগ্রাম উপজেলার প্রশাসনের উদ্যোগে মেলার কার্যক্রম শুরু করেছে। উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুছ ছোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাছির উদ্দিন, প্রকৌশলী একরামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাহার উল্লাহ সহ সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ। গত শনিবার বিকালে উন্নয়ন মেলা- ২০১৮ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন। এতে চৌদ্দগ্রাম উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উন্নয়ন মেলায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন বিভাগের ২৩টি স্টল স্থাপন করেন। আলোচনা শেষে উপজেলার পক্ষ থেকে বিভিন্ন স্টলকে পুরুষ্কার বিতরণ করেন। এবারের মেলায় চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অধিকার করেন। উপজেলা স্বাস্থ্য ও পি.পি কর্মকর্তা ডাঃ নাছির উদ্দিনের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রেষ্ঠ পুরুষ্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *