চৌদ্দগ্রামে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২০ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২২ ফেব্রুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারাদেশে ন্যায় গত শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চৌদ্দগ্রামে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে প্রভাত ফেরী, আলোচনা সভা ও সংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। চৌদ্দগ্রাম এইচ জে সরকারী মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রূপম সেন গুপ্তের সঞ্চালনায় উক্ত সভা অন্যদের মাঝে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সুমন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, সহকারী ব্যানেবেইজ প্রোগ্রামার প্রদীপ চাকমা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ মোতালেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথি রানী চক্রবর্তী, উপজেলা একটি বাড়ী একটি খামার সমন্বয়ক মোঃ শাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, ফারুক হোসেন, উপজেলা সহকারী মৎস্য অফিসার মাকসুদ আলম, পৌর সচিব হারুন অর রশিদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার আবদুল হালিম প্রামাণিক প্রমুখ।

আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার নেতৃত্বে একটি প্রভাত ফেরী র‌্যালী চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এরপূর্বে রাত ১২.০১ মিঃ চৌদ্দগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা নেতৃত্বে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পন করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার নেতৃত্বে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পন করেন। চৌদ্দগ্রাম পৌরসভার পক্ষে পৌর মেয়র মিজানুর রহমান এর নেতৃত্বে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পন করেন, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ-আল মামুন এর নেতৃত্বে শহীদ মিনারের পুস্পস্তবক অর্পন করেন। সূর্য উদায়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারের উপজেলা প্রশাসন জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন করেন।

এরপর ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে নিজ কার্যালয়ের শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২০ইং উদযাপন উলক্ষ্যে একটি আলোচনা সভা, বিশেষ মুনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা এ.কে.এম শামচ্ছুদীন কাশেম। আলোচনা সভা পরিচালনা করেন চৌদ্দগ্রাম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম শাখার সুপারভাইজার রুহুল আমিন। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *